
ডেস্ক নিউজ:
নিষিদ্ধ ঘোষিত সংঘঠন ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করতে বলেছেন চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব খান।
রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ওসির বক্তব্যের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে।
ভিডিওচিত্রে ওসিকে বলতে দেখা যায়, ‘যারা ৫ আগস্টের আগে মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করেছে, দখল করেছে; তাদের গণধোলাই দিয়ে আমার কাছে নিয়ে আসবেন। তাদের ঠাঁই হবে না। নিষিদ্ধ ছাত্রলীগের ঠাঁই হবে না। গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করবেন।
ওসি আহসান হাবিব বিএনপি-ছাত্রদলের নেতাদের উদ্দেশ করে বলেন– আপনাদের এ পর্যায়ে আওয়ামী লীগ থাকলে ঠ্যাং ভেঙে দিতো। এটা যদি না পারেন, তবে আর কিছু বলার নেই। এখনও তারা (ছাত্রলীগ) কেমনে হাঁটে!
সূত্র: যমুনা টেলিভিশন
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours