ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ নিরাশা নামের ওই যুবককে সোমবার (০৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে, উপজেলার বজরা ইউনিয়নে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভূক্তভোগীর বাবা ঢাকায় চাকুরী করার কারনে মা’সহ ওই প্রতিবন্ধি কিশোরী (১৫) উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট কানিপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করছেন। প্রতিবেশি শাহাবর আলীর ছেলে নিরাশা (৩০) ওই প্রতিবন্ধির নানার বাড়িতে যাতায়ায় করত এবং আকার ইঙ্গিতে তাকে কু-প্রস্তাব দিত। পরে বিষয়টি বুঝতে পেরে কিশোরীর পরিবার থেকে নিরাশাকে সংশোধন হওয়ার জন্য বলেন। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে উঠে এবং বাক-শ্রবন ও মানসিক প্রতিবন্ধি কিশোরীর ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে।
রোববার (০৭ মার্চ) দুপুরে ওই কিশোরী বাড়ি সংলগ্ন মামার জমির সীমানায় ইউক্লিপ্টাস গাছ থেকে পড়ে যাওয়া শুকনো খড়ি কুড়াতে থাকে। এ সুযোগে নিরাশা ওই প্রতিবন্ধিকে একা পেয়ে বিভিন্ন ভঙ্গিতে প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। এরপর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের ভিতরে নিরাশা ওই কিশোরীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণ করার উদ্দেশ্যে জামা কাপড় টানা হেচরা করে খোলার চেষ্টা করে। এ সময় নিরাশার এহেন আচরন দেখে প্রতিবন্ধি ওই কিশোরী অস্পষ্টভাবে হাউমাউ করে ডাকচিৎকার করতে থাকে। পরে মাসহ প্রতিবেশিরা এ গিয়ে এসে প্রতিবন্ধিকে উদ্ধার করে এবং নিরাশাকে হাতেনাতে আটক করেন।
ঘটনার পর বিষয়টি নিরাশার পরিবারের পক্ষ থেকে আপোষ মিমাংসার কথা বলে সময় ক্ষেপন করতে থাকেন। বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগীর পরিবার ৯৯৯ এ ফোন করলে উলিপুর থানা পুলিশ রোববার সন্ধ্যার দিকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই প্রতিবন্ধি কিশোরীর মা বাদী হয়ে রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, ধর্ষন চেষ্টার অপরাধে আটক ওই যুবককে সোমবার (০৮ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
+ There are no comments
Add yours