শেরপুরে গোলাম মুর্শিদাবাদের দরবার শরিফে ভাঙচুর,প্রতিবাদে অনুসারীদের বিক্ষোভ

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

শেরপুরে গোলাম মুর্শিদাবাদের দরবার শরিফে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন অনুসারীরা।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর শহরস্থ মির্জা আজম চত্বরে গোলাম মুর্শিদাবাদের দরবার শরীফের অনুসারী ও খাজা তরিকতসহ মাজারপন্থীরা লংমার্চ করার উদ্দেশ্যে সমবেত হন।

পরবর্তীতে লংমার্চটি জামালপুর শহরস্থ ফেরিঘাট পৌঁছালে শেরপুরের মুর্শিদাবাদে দরবারের খাদেম গোলাম মাওলা বলেন, পরবর্তী সময়ে আপনাদের ডাকলে আবার এখানে আসবেন। এ প্রেক্ষিতে ঐ স্থানে মোনাজাতের মাধ্যমে দুপুর পৌনে ১টার দিকে কর্মসূচি সমাপ্ত করেন।

কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলে একপক্ষ তা মেনে স্থান ত্যাগ করেন। তবে অপরপক্ষ শেরপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। বাধা দেওয়ায় তারা ময়মনসিংহ-জামালপুর সড়ক অবরোধ করার চেষ্টা করেন। একপক্ষ শেরপুর যাওয়ার জন্য থেমে থেমে বিক্ষোভ মিছিল করেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শেরপুরের মুর্শিদাবাদে দরবার শরীফ ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours