প্রেস বিজ্ঞপ্তি:
সবার আগে স্বাস্থ্য সেবা পৌঁছে দেব আমরা! এই স্লোগান কে বুকে ধারন করে প্রতিষ্ঠাকালিন সময় হতে আত্ম মানবতার সেবায় কাজ যাচ্ছে প্রাইমারি চিকিৎসক সোসাইটির প্রতিটি চিকিৎসক।
বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চলে পিডিএস সদস্যরা স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে। ২৯ শে নভেম্বর ২০২৪ সংগঠনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী সাগর কন্যা জেলা কক্সবাজার হুদা কবিতা মঞ্চ নানা আয়োজন এর মধ্যে দিয়ে সম্পুর্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন প্রাইমারি চিকিৎসক সোসাইটির প্রতিষ্ঠাতা চিকিৎসক ও লেখক জনাব মাহবুবুল আলম, অনুষ্ঠান উদ্বোধক ছিলেন, পিডিএস এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা চিকিৎসক জনাব নজরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন চিকিৎসক আলহাজ্ব বদিউল আলম, বিশেষ অতিথি ছিলেন জনাব হারুনুর রশীদ ডাইরেক্টর মেডি এইড কমপ্লেক্স এন্ড মেডি কেয়ার হাসপাতাল, জনাব সাইদুর রহমান সাঈদ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পিডিএস,চিকিৎসক হাজি সেকান্দর হোসেন মানিক কেন্দ্রীয় অর্থ সম্পাদক পিডিএস,চিকিৎসক এপি বড়ুয়া কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক পিডিএস, চিকিৎসক আছমা আকতার, চিকিৎসক রিপা চৌধুরী, চিকিৎসক মনোয়ার বেগম,চিকিৎসক মিশন দত্ত, চিকিৎসক আবছার উদ্দিন, চিকিৎসক সুনীল চন্দ্র নমঃ,চিকিৎসক উজ্জ্বল নাথ,চিকিৎসক সুমন বড়ুয়া, চিকিৎসক সীবু সেন প্রমূখ।
পবিত্র কোরআন তেলোয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয় কোরআন পাঠ করেন চিকিৎসক আবদুর রহিম সদস্য কেন্দ্রীয় কমিটি পিডিএস,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিডিএস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন, অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও চিকিৎসক মুহাম্মদ রাশেদ খোকন রুবেল সাংগঠনিক সম্পাদক পিডিএস।
প্রধান অতিথি জনাব মাহবুবুল আলম বলেন প্রাইমারি চিকিৎসক সোসাইটি একটি আদর্শ পরিবার যার ছাতার নিচে আছে মানবতার সেবা করার দারুণ সুযোগ। তিনি বলেন আমদের এই সংগঠনের প্রতিটি চিকিৎসক তাদের মেধা,শ্রম, অর্থ, সময় দিয়ে নিজ নিজ এলাকায় মানুষের সেবা করে যাচ্ছেন। যেকোনো দুর্যোগ মুহূর্তে দেশ ও জাতীয় কান্ডারী হিসেবে ভূমিকা পালন করে প্রাইমারি চিকিৎসক সোসাইটি।
তিনি আগামী দিনে চিকিৎসকদের তাদের যোগ্যতা দক্ষতাকে কাজে লাগাতে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দাবি পেশ করেন এবং প্রাইমারি চিকিৎসক সোসাইটির কাজে এগিয়ে নিতে সংগঠন এর সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
+ There are no comments
Add yours