ডেস্ক নিউজ:
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে ধাক্কা দেয়ার ঘটনায় ট্রাকচালক ও সহকারীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। দুই আসামি হলেন- ট্রাকচালক মুজিবর রহমান (৪০) ও তার ছেলে সহকারী রিফাত মিয়া (১৮)।
রিমান্ড শুনানিতে অংশ নেয়া আইনজীবী মো. শাহজাহান জানান, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরে ধাক্কা দেয়ার ঘটনায় দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে সড়ক পরিবহন আইনের ৫৮ ধারায় তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৮ নভেম্বর চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলামের জানাজায় অংশ নিতে আসেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। ওইদিন সন্ধ্যায় তার গ্রামের বাড়ি লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রাম থেকে ফিরছিলেন তারা। ফারাঙ্গা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওঠার পথে তাদের গাড়িবহরের টয়োটা প্রিমিও মডেলের একটি গাড়িতে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে কারটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যেতে চাইলে বহরে থাকা মোটরসাইকেল আরোহীরা ধাওয়া দিয়ে চালক ও সহকারীকে ধরে ফেলেন। পরে তাদের লোহাগাড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আহমেদ নেওয়াজ বাদী হয়ে ট্রাকচালক মুজিবর রহমান ও তার ছেলে সহকারী রিফাত মিয়াকে আসামি করে মামলা করেন।
+ There are no comments
Add yours