প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এক যুক্ত বিবৃতিতে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কর্তৃক বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণ সংক্রান্ত বক্তব্য বাংলাদেশ এর বিরুদ্ধে সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ বলে অভিহিত করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশে এমন কোন ঘটনার অবতারনা হয়নি, যেখানে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে হবে। সত্যিকার অর্থে মমতা ব্যানার্জির এহেন বক্তব্য বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার এক ঘৃন্য প্রয়াস। এ বক্তব্যের মাধ্যমে গণতান্ত্রিকতার আড়ালে তাদের আধিপত্যবাদী মুখোশ উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করে নেতৃবৃন্দ বলেন- বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে মর্মে প্রতিনিয়ত ভারতীয় গণমাধ্যম যে অপপ্রচার অব্যাহত রেখেছে, তা তাদের চিরায়ত বাংলাদেশ এর মুসলিম বিদ্বেষী মনোবৃত্তি বৈ আর কিছুই নয়। বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির এহেন কদর্য বক্তব্য উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন হতে পারে বলে উল্লেখ করে নেতৃবৃন্দ অবিলম্বে তাঁর এ বক্তব্য প্রত্যাহারের জন্য জোর দাবি জানান।
+ There are no comments
Add yours