সুগন্ধায় বিএনপিসহ আট দলের প্রতিনিধিরা, ফিরে গেলেন অলি

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় পৌছেঁছেন বিএনপিসহ আট দলের প্রতিনিধিরা।

বুধবার বিকাল সাড়ে তিনটায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল সুগন্ধায় পৌঁছায়।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এসেছেন চার সদস্যের প্রতিনিধি দল। এছাড়া গণফোরাম, ১২ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, এনডিএম, সাম্যবাদী দলের প্রতিনিদিরাও উপস্থিত আছেন। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকও এসেছেন বৈঠকে। তবে আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে।

একই সময়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সেখানে পৌঁছান। তবে অলি পরে ফেরত গেছেন। ধারণা করা হচ্ছে, তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেনি।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করবেন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে। আর জাতীয় ঐক্যের লক্ষে মঙ্গলবার রাতেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম বৈঠক হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours