ডেস্ক নিউজ:
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। আমরাও কিছু সংস্কার প্রস্তাব দেব।
বুধবার ৪ ডিসেম্বর নবগঠিত নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা জানান।
তিনি বলেন, হফলনামা, না ভোট, ভোটার তালিকা মোট কথা নির্বাচন সংক্রান্ত সব বিষয়ে কথা হয়েছে নির্বাচন কমিশনের সাথে। আমাদের মতপার্থক্য নেই। তারা সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর, আমরা সহায়তা করতে প্রস্তুত।
বদিউল আলম মজুমদার বলেন, বিগত নির্বাচনে যারা অপরাধ করেছে, তাদের বিচার নিয়ে আলোচনা হয়েছে।
এসময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন কখন হবে, তা নিয়ে কথা হয়নি, নির্বাচন কীভাবে হওয়া উচিত, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা নির্বাচন ব্যবস্থার ওপর আস্থা ফেরত আনতে চাই।
+ There are no comments
Add yours