ডেস্ক নিউজ:
ভারত-বাংলাদেশ চলমান পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সংবাদমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতা বৃদ্ধির প্রতিক্রিয়ায় সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের এই সতর্কতামূলক পদক্ষেপের খবর দেয়া হয়েছে।
গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে হামলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তিন দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরার সঙ্গে ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সম্পর্কের কারণে রাজ্যটিতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য বিএসএফের সদস্যদের সীমান্তে উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।
+ There are no comments
Add yours