স্পোর্টস ডেস্ক:
শিরোপা লড়াইয়ে রোববার অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের একাদশ আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ।
যুব এশিয়া কাপের সবশেষ ১০ আসরের মধ্যে ৭ বার এককভাবে ও একবার পাকিস্তানের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত। এবারও রয়েছে দারুণ ছন্দে, বলা যায় ফাইনালে ফেবারিট হিসেবই থাকবে তারা। তবে ছেড়ে কথা বলবে না বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশও।
বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি, দলগত ভারসাম্য। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ছন্দে আছেন আজিজুল হাকিম তামিমের দল। সেমিতে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে দলগত পারফরম্যান্সের সম্মিলনে। তবে ভারতের সঙ্গে সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ জিতেছে দুটি, ভারত তিনটি।
ভারতীয় দলের শক্তির কেন্দ্রে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটসম্যান বৈভব রাজবংশী এবং অলরাউন্ডার আয়ুশ মাত্রে। বৈভব ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বের আলোচনায় রয়েছেন ১৩ বছর বয়সে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে দল পেয়ে। এবারের টুর্নামেন্টে ৪ ম্যাচে করেছেন ১৬৭ রান। সেমিফাইনালে তার ৩৬ বলে ৬৭ রানের ইনিংস ছিল চোখধাঁধানো।
পাকিস্তানে হারিয়ে ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশপাকিস্তানে হারিয়ে ফাইনালে ভারতকে পেলো বাংলাদেশ
অন্যদিকে, মাত্রে ৪ ম্যাচে ১৭৫ রান ও ৫ উইকেট নিয়ে হয়েছেন অলরাউন্ড পারফর্মার। ভারতের বোলিং বিভাগে হুমকি হয়ে উঠতে পারেন চেতন শর্মা, যিনি ৩ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন।
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত লড়াইয়ে কে জেতে।
+ There are no comments
Add yours