ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে সাউন্ডবক্স বাজিয়ে ছাত্রীদের প্রতিবাদ

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে শব্দদূষণের প্রতিবাদ হিসেবে ঘণ্টা দুয়েক উচ্চশব্দে গান বাজিয়েছেন ছাত্রীরা৷

 

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে তারা উপাচার্যের বাসভবনের সামনে অভিনব কায়দায় এ প্রতিবাদ জানান তারা। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ডিজে গানের সঙ্গে নাচানাচি করতে দেখা যায়।

এর আগে রোকেয়া ও শামসুন্নাহার হলের একদল শিক্ষার্থী মিছিল নিয়ে ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে দেখা যায়। নারী শিক্ষার্থীদের প্রতিবাদের ব্যতিক্রমী এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও ছিলেন।

এ সম্পর্কে শিক্ষার্থীরা বলেন, নিয়মিত টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকায় উচ্চ শব্দে গান বাজনার কারণে টিএসসি সংলগ্ন দুটি হলের নারী শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছেন না।

এটার জন্য পড়ালেখায় যেমন অসুবিধা হচ্ছে আবার অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এটার সমাধান না করায় প্রতিবাদের এই কৌশল বেছে নিয়েছেন তারা।

এর আগে নানা কর্মসূচিতে প্রতিবাদ জানিয়েও শব্দদূষণের সমাধান মেলেনি বলে অভিযোগ করেন রোকেয়া হলের শিক্ষার্থী ফাতেমা শারমিন অ্যানি।

তিনি বলেন, ‘প্রতিবার আশ্বাস দিয়েও উপাচার্য কোনো পদক্ষেপ নেননি।

আমাদের হলের শিক্ষার্থীরা ঘুমাতে পারেন না। যারা অসুস্থ, তাদের ভোগান্তি আরও বেশি। অথচ কোনো ব্যবস্থা না নিয়ে উপাচার্য তার বাসায় শান্তিতে ঘুমাচ্ছেন। আমরা তার ঘুম ভাঙাতে এসেছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন মোহাম্মদ সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রশাসনকে অবশ্যই এই সমস্যা সমাধান করতে হবে। ক্যাম্পাসের আবাসিক হল ও একাডেমিক ভবন এলাকায় যেন কোনোভাবে উচ্চস্বরে মাইক ও বক্স বাজানো না হয়, সেটা শক্তভাবে প্রতিরোধ করতে হবে।’

ঘণ্টা দুয়েক গান বাজার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ শিক্ষার্থীদের উদ্দেশে একটি জরুরি বিজ্ঞপ্তি পড়ে শোনান এবং সবাইকে হলে ফেরার অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ফটক থেকে সরে যান।

প্রক্টরের দপ্তর হতে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার কিংবা মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি অনুযায়ী পদক্ষেপ নেবে।’

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours