আগামীকাল বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

 

সম্পর্কের নানামুখী টানাপোড়েনের মধ্যেই আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিশ্লেষকরা বলছেন, এই সুযোগে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করতে হবে ভারতের কাছে।

ঢাকা-দিল্লি সম্পর্ক এখন থেকে সমতা, ন্যায্যতা-মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হতে হবে। বাংলাদেশের এই অবস্থান আগামীকালের বৈঠকে স্পষ্ট করবে সরকার। কেবল সরকার বা বিশেষ কোন দল নয়, প্রতিবেশি দুই দেশের মানুষের সম্পর্কও টেকসই করার তাগিদ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যম ঢালাওভাবে অপপ্রচার করে আসছিলো। ঢাকা-দিল্লি এমন টানাপোড়েনে ঘি ঢালে আগরতলায় বাংলাদেশ মিশনে দিনে দুপুরে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনা। তারপর ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবসহ নানা ঘটনায় আলোচনায় বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক।

এসব অস্থিরতার মধ্যে মঙ্গলবার ঢাকায় হচ্ছে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসাল্টেশন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে বৈঠকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন। পরে দেখা করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও।

উল্লেখ্য, ৫ আগস্টের পট পরিবর্তনের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রথম কারও ঢাকা সফর হতে যাচ্ছে এটি। এখন দেখার বিষয় এই আয়োজন দিল্লি-ঢাকা’র সম্পর্কে ইতিবাচক কোনো আবহ তৈরি করতে পারে কি না।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours