ডেস্ক নিউজ:
হাসিনামুক্ত বাংলাদেশে ভারত সুযোগ নেওয়ার ষড়যন্ত্রের চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য ভিসা, এলসি বন্ধ করে সম্পর্ক যেভাবে চলছে, এভাবে চলতে থাকলে ভারতের দুর্ভিক্ষ ঠেকানো যাবে না।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে সাহিত্যিক, সাংবাদিক কালাম ফয়েজী রচিত ‘নেতা ও কবি’ বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় গয়েশ্বর অভিযোগ করে বলেন, সত্য জানার পরেও নিজেদের স্বার্থেই ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। কিন্তু সেই তুলনায় বাংলাদেশের মিডিয়ার ভূমিকা নিচ্ছে না।
বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে আগামীতে ভারতের সঙ্গে সম্পর্ক সুখকর থাকবে না বলে হুশিয়ারি দেন তিনি।
গয়েশ্বর বলেন, আগ্রাসী মনোভাবের কারণে ভারতের সঙ্গে নেপাল, ভুটানসহ কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো না।
ভারত গেলো ৫৩ বছর বাংলাদেশকে চেতনানাশক খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে লুটপাট করেছে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।
+ There are no comments
Add yours