ডেস্ক নিউজ:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। একটি সূত্র জানিয়েছে, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছে। তবে এর বাইরে চলছে অন্য আলোচনা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদত্যাগপত্র জমা দিয়ে তিনি প্রধান উপদেষ্টার দপ্তরে গেছেন। কী কারণে সেখানে গেছেন, সেটি জানাতে পারেননি। তবে তাকে দুদকের চেয়ারম্যান করার একটা আলোচনা আছে বলে জানায় সূত্রটি।
প্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রীর বৈঠকপ্রধান উপদেষ্টার বিশেষ দূতের সঙ্গে সিঙ্গাপুরের বাণিজ্য মন্ত্রীর বৈঠক
গত ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়।
+ There are no comments
Add yours