ডেস্ক নিউজ:
পৌষ মাসের আগেই শীতের দাপটে কাপঁছে মানুষ। দিনের আলো ফুরোনোর আগেই কুয়াশায় ঝাপসা হয়ে আসছে দৃষ্টিসীমা। হিমেল হাওয়ায় কাঁপুনি ধরাচ্ছে শরীরে। এরমধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মৌসুমে শীতের তীব্রতা বেশি থাকতে পারে। বায়ু দূষণের কারণে এ বছর অগ্রিম এসেছে কুয়াশা। একই কারণে স্থায়ীও হচ্ছে বেশিক্ষণ। কুয়াশার আধিক্যের কারণেই শীতের অনুভূতিও হচ্ছে বেশি।
আবহাওয়া অফিস বলছে, আগামী ১৫-১৬ ডিসেম্বর প্রায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। এরপর কিছুটা বাড়তে পারে। তবে ২০ তারিখের পর আবারও নামতে শুরু করবে পারদ। তাপমাত্রার তুলনায় শীতের অনুভূতি হবে বেশি। তবে এর মধ্যে দুয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বয়ে যাবে মৃদু শৈত্যপ্রবাহ।
এদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজশাহী ও চুয়াডাঙ্গায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
+ There are no comments
Add yours