ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি হওয়া এক প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ওই প্রধান শিক্ষকের নাম খালেকুজ্জামান ডিউক (৫০)। তিনি রামপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলার আছিয়ার বাজার এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।
জানা গেছে, খালেকুজ্জামান ডিউকের সাথে পারিবারিক ভাবে লালমনিরহাট জেলার নয়ারহাট এলাকার জাকির হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস মুক্তার বিয়ে হয় । দাম্পত্য জীবনে তাদের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। সংসার জীবনে প্রায় সময় স্বামী যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন করতো। বাধ্য হয়ে ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি লালমনিরহাট জর্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দায়ের করেন স্ত্রী মুক্তা। সেই ওই মামলার ওয়ারেন্ট মুলে গত ১৪ ফেব্রয়ারী ফুলবাড়ী থানা পুলিশ ডিউককে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।এ প্রসঙ্গে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হৃদয় কৃষ্ণ বর্মন জানান, প্রধান শিক্ষক খালেকুজ্জামান ডিউককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধব চন্দ্রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।
+ There are no comments
Add yours