ডেস্ক নিউজ:
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম, দ্রোহ ও মানবতার কবি হেলাল হাফিজ।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মূল দরজার বাঁ পাশে বুদ্ধিজীবীদের জন্য নির্ধারিত কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এর আগে সকালে বাংলা একাডেমিতে কবি হেলাল হাফিজের প্রথম জানাজা এবং দুপুরে জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে পরীবাগের সুপার হোম নামে হোস্টেলের বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায় বরেণ্য এ কবিকে। িপরে তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
+ There are no comments
Add yours