ডেস্ক নিউজ:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্যে এক-এগারোর মঈনুদ্দিন-ফখরুদ্দিনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে কৃষক দলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি বলেন, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা নিয়ে উপদেষ্টাদের দেয়া বক্তব্যকে অনভিপ্রেত।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো গত ৫০ বছরে কিছু করতে পারেনি, একজন উপদেষ্টার এমন বক্তব্য বেমানান। তার বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো।
মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচার পতন কিংবা জুলাই বিপ্লব সুশীল সমাজ করেনি বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেয়ারও আহ্বান জানান এই বিএনপি নেতা। নয়তো মানুষের মধ্যে আশঙ্কার সৃষ্টি হবে বলেও মনে করেন তিনি।
রিজভী বলেন, প্রশাসনে কালো ভূতগুলোকে আইনের আওতায় আনা উচিত ছিলো। মানুষ যেনো অনাহারে না থাকে সেদিকে দৃষ্টি দিতে অন্তর্বর্তী সরকারকে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা থাকলেও উদ্যম কম। বিগত সরকারের চেয়ে স্বস্তিতে থাকতে না পারলে মানুষ হতাশ হবে। শেখ হাসিনার মতো দেশ চালালে সমাজ থেকে অপরাধ দূর করা যাবে না। এসময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পাড়া-মহল্লায় চাঁদাবাজি বন্ধে সরকারকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
দক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের সংহতিদক্ষিণ কোরিয়ার গণতান্ত্রিক আন্দোলনে তারেক রহমানের সংহতি
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামসুর রহমান শামসহ মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতারা।
+ There are no comments
Add yours