শিপন মিয়া,ঝিনাইদহ :
ঝিনাইদহ জেলা প্রেস ইউনিটি দপ্তর সম্পাদক ও দৈনিক একুশের বাণীর স্টাফ রিপোর্টার সাংবাদিক সাইফ হোসেস বাবুল এর উপর হামলা করেছে হরিশংকরপুর ইউনিয়নের বাকড়ী গ্রামের কতিপয় দুর্বৃত্তরা।
হামলায় আহত সাংবাদিক বাবুল আক্তারের সাথে হাসপাতালে কথা বলে জানা যায় ওই গ্রামে বেশ কিছুদিন আগে কিছু সন্ত্রাসী সামাজিক অধিপত্যের জের ধরে কয়েকটি বাড়ি ভাঙচুর করে। আজ সেই ভাঙচুরের মামলার আদালতের নির্দেশ সাপেক্ষে পিবিআই তদন্তে আসে। এসময় সেখানে সাংবাদিক বাবুল ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। তাদের দেখেই রেগে যান প্রতিপক্ষরা। এরপর পিবিআই স্থান ত্যাগ করলে বিকাল পাঁচটার দিকে সন্ত্রাসীরা গ্রামের কৃষকদের বাড়িঘর ভাঙচুর করেছিল। এসময় তারা বাবুল আক্তার ও অন্য একজনের উপরে হামলা চালায়। সন্ত্রাসীরা বাবুল আক্তারকে হত্যার উদ্দেশ্যে দাঁড়ালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে ও পায়ে আঘাত করে তাকে ফেলে রাখে। সেখান থেকে গ্রামবাসী উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার মাথায় দশটা ও পায়ে চারটা সেলাই লেগেছে। বাবুল আক্তারের সাথে কথা বলে জানা যায় এখনো থানায় মামলা করেনি তবে মামলা করা প্রক্রিয়া চলছে। এদিকে
সাংবাদিক বাবুল আক্তারের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি সাহিদুল এনাম পল্লব নিন্দা জ্ঞাপন করেছেন। এছাড়া ঝিনাইদহের পেশাদার সাংবাদিকবৃন্দ এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সাংবাদিক সমাজ অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।এবিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ মামুন কাজে জানতে চাইলে তিনি জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় অভিযোগ দিলে দ্রুত আইনগত পদক্ষেপ নেব।
+ There are no comments
Add yours