তিন দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের সবার জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে কাকরাইল মোড় ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চের সদস্যরা। পরে পুলিশি বাধায় কাকরাইল মোড়ে অবস্থান নেয় তারা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ তিন দফা দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তারা। দুপুর তিনটার মধ্যে কোনো একজন উপদেষ্টাকে এসে কথা বলার আহ্বান জানিয়েছেন তারা।

ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি হলো-

গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে।
সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্রজনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
ট্রাফিক আইনে রাজধানীতে ১২৪১ মামলাট্রাফিক আইনে রাজধানীতে ১২৪১ মামলা
প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ দেশের সব জুলাই-যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours