চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৪৪ জনের নমুনা পরীক্ষা করে ১২৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৯৬ জন নগরের ও ৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৬২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৪৯৭ জন নগরের ও ৪ হাজার ১৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১৯ জন ও বিভিন্ন উপজেলার ১৫ জন আছেন।
শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২০৩ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের পজিটিভ আসে। এর মধ্যে ৭ জন নগরের ও ১ জন উপজেলার।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার ৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা পজিটিভ। এর মধ্যে ১০ জন নগরের ও ৩ জন উপজেলার।
চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ। এর মধ্যে ১ জন নগরের ও ৩ জন উপজেলার।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার চট্টগ্রামের ৩ জনের নমুনায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৬ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩১ জন নগরের ও ৩ জন উপজেলার ।
শেভরণ ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে; এর মধ্যে ২৮ জন নগরের ও ৩ জন উপজেলার।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৩০ জনের মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ২, আনোয়ারার ২, চন্দনাইশের ১, পটিয়ার ২, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ৯, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ৪ ও মিরসরাইয়ের ২ জন আছেন।
গেল ২৪ ঘন্টায় চট্টগ্রামে সুস্থ হয়েছেন ৫১ জন, এনিয়ে সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৮৪৩ জন ।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৭ জন; এর মধ্যে ১৬০ জন নগরের ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।
কেবি/সুজন
+ There are no comments
Add yours