ডেস্ক নিউজ:
ক্ষমতায় থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তদন্তে যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও উঠে এসেছে। যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের ‘ন্যায় ও নৈতিকতা’ (পিইটি) দল সম্প্রতি তাকে এই অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে।
রোববার (২২ ডিসেম্বর) যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইল ও সানডে টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, টিউলিপ সিদ্দিক, যিনি বর্তমানে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে গত বৃহস্পতিবার পিইটি দল তার অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে তিনি অভিযুক্ত দুর্নীতির ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করেছেন।
২০১৩ সালে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি সই করার সময় টিউলিপ সিদ্দিক তার পরিবারকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করেন এবং এই চুক্তি থেকে প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয়, এমন একটি অভিযোগ তদন্তের আওতায় রয়েছে। এছাড়া, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ১০ বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পের দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগও রয়েছে।
বাংলাদেশে এই প্রকল্পটি তদারকি করছে দুদক, যার তদন্তে টিউলিপ সিদ্দিকের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, টিউলিপ সিদ্দিকের জিজ্ঞাসাবাদের পর বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।
+ There are no comments
Add yours