ডেস্ক নিউজ:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। স্বর্ণের ওজন দুই কেজি ৩০০ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৬০ লাখ টাকা বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে গোপন খবরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), চট্টগ্রাম বিমানবন্দর নিরাপত্তা শাখা এবং শুল্ক গোয়েন্দারা যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণগুলো জব্দ করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের ভেতর তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, তদন্তের স্বার্থে আটক যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধে চট্টগ্রাম পতেঙ্গা মডেল থানায় ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন।
+ There are no comments
Add yours