আন্তর্জাতিক ডেস্ক:
মোজাম্বিকের রাজধানী মাপুতোয় জেল ভেঙে পালিয়েছেন দেড় হাজার বন্দী। সংঘর্ষে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আহত ১৫ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার একটি প্রতিবাদনে ডয়েচে ভেলে জানিয়েছে, শুধু রাজধানীতেই নয়, মোজাম্বিকের আরো বেশ কিছু জেলে একই ঘটনা ঘটেছে। সেখান থেকেও বেশ কিছু বন্দি পালিয়েছে বলে খবর মিলেছে। নিহতদের মধ্যে পুলিশকর্মীও আছেন। ঘটনার পর অন্তত দেড় হাজার বন্দী জেল থেকে পালিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
তবে পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই দেড়শ জনকে পুনরায় গ্রেপ্তার করা গেছে। বাকিদেরও গ্রেপ্তার করা যাবে বলে মনে করছে পুলিশ। কয়েকদিন আগেই মোজাম্বিকে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। তার পর থেকেই গোটা দেশজুড়ে উত্তেজনা শুরু হয়েছে। জায়গায় জায়গায় সংঘর্ষ হচ্ছে।
রাজধানীতে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি হাঙ্গামা হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। ৩৮০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। নামপুলা এবং বেইরাতেও প্রবল সংঘর্ষ চলছে।
+ There are no comments
Add yours