নির্বাচনে কারচুপির আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিচারের আওতায় আনা উচিত’

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

নির্বাচনে কারচুপির আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিচারের আওতায় আনা উচিত বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, যারাই নির্বাচনি অপরাধ করেছে, নির্বাচনকে বিতর্কিত করেছে, কারচুপির আশ্রয় নিয়েছে কিংবা একে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। কারণ, অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায় তাহলে অন্যায়ে আরও উৎসাহী হয়।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার রাজশাহীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, আমাদের নির্বাচনি ব্যবস্থা ভেঙে পড়েছে। সমাজের বিভিন্ন স্তর থেকে আসা অংশীজনদের মতামত শুনেছি। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে। অনেকেই মন খুলে খোলামেলা কথা বলেছেন। প্রস্তাবনার মধ্যে ”না” ভোটের বিষয় এসেছে। যারা নির্বাচনি অপরাধ করেছে তাদের শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে। কোনো রাজনৈতিক দল যেন উড়ে এসে জুড়ে বসতে না পারে, বসন্তের কোকিল হয়ে যেন মনোনয়ন না পায়—এ কথাগুলো এসেছে।

তিনি বলেন, অংশীজনদের মতামতের ভিত্তিতে আমরা কতগুলো সুপারিশ করবো। আমাদের কাজ হলো সবার মতামত শোনা। সবার মতামতের ভিত্তিতে সুপারিশ করা, যার ভিত্তিতে আশা করতে পারি যে নির্বাচনব্যবস্থাটা পরিশোধিত হবে। যার ফলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে।

মতবিনিময় সভায় রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতারসহ সমাজের বিভিন্ন পর্যায়ের নেতারা ছিলেন।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours