ডেস্ক নিউজ:
অপরাধ কমাতে পুলিশের কাছে ওইভাবে কোনো ‘ম্যাজিক’ নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
তিনি বলেন, অপরাধ কমাতে ব্যবস্থা নিচ্ছি। ঢাকাসহ সারাদেশের পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওয়া) অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ছিনতাই খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে, আমাদের কাছে অপরাধ নিয়ন্ত্রণ করার কোনো ম্যাজিক নেই। আমরা চেষ্টা করছি। ছাত্রদের সহযোগিতা চাই।
সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে বাহারুল আলম বলেন: আগুনের ঘটনা তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে। এছাড়া সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বের সহকারে দেখা হচ্ছে। এখনও সিরিয়াস কিছু পাওয়া যায়নি।
+ There are no comments
Add yours