ডেস্ক নিউজ:
সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, যারা চেষ্টা করেছে জিয়ার নাম মুছে ফেলতে তাদের নেতার নামই দেশের জনগণ মুছে দিয়েছে। ফ্যাসিবাদের বিদায় হয়েছে নতুনভাবে দেশকে গড়ে তোলার সময় এসেছে।
ফ্যাসিবাদ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের গণতন্ত্র হত্যা করেছে। সেই দলের নেতা শেখ মুজিব। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করতো না। যখনই ক্ষমতায় যেতো তখনই ফ্যাসিবাদ কায়েম করেছে।
মির্জা ফখরুল বলেন, আমরা ভুলে যাই রক্ষীবাহিনী দিয়ে মানুষ হত্যা করা হয়েছে। শেখ মুজিবের আমল থেকেই শুরু হয়েছে।
তিনি বলেন, সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। ২০১৬ সালে বিএনপির সংস্কার করার প্রস্তাব দিয়েছিলো। সারা বাংলাদেশজুড়ে সংস্কার নিয়ে কাজ করেছে বিএনপি।
পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ বাঁচতো: ডিএমপি কমিশনারপুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে অনেক প্রাণ বাঁচতো: ডিএমপি কমিশনার
‘কৃষক যেনো ন্যায্য মূল্য পায় তা নিয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্কার কোনো নতুন ধারণা না। কেউই যদি মনে করেন সংস্থার নিয়ে এসেছে এটা ভুল। আমরা দ্রুত নির্বাচন চাই। কারণ একটা অনির্বাচিত সরকারকে তো দীর্ঘদিন দেশ চালাতে দিতে পারিনা।’
আমরা আবারো বলছি ডক্টর ইউনূস সরকার সফল হোক। অনুরোধ করবো দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। নয়তো সংকট, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
সূত্র:একাত্তর
+ There are no comments
Add yours