ডেস্ক নিউজ:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে আমরা বেসরকারি উদ্যোগ হিসেবে দেখছি। এর সাথে অন্তর্বর্তী সরকারের কোনও সম্পর্ক নেই। রোববার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সচিবালয়ের অগ্নিকাণ্ড প্রসঙ্গে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে।
প্রসঙ্গত, আজ রোববার সকালে এক সংবাদ সম্মেলনে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করার কথা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানায় প্ল্যাটফর্মটি।
+ There are no comments
Add yours