ডেস্ক নিউজ:
সাভারে চার বছরের প্রতিবন্ধী শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে মা। এঘটনায় হত্যাকারী ঘাতক মাকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ ডিসেম্বর) রাত ১২ টার দিকে পৌর এলাকার উত্তর রাজাশন মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।
খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, রাতে চার বছরের শিশু আহম্মদ উল্লাহ আলিফকে আছাড় মেরে নৃশংসভাবে হত্যা করে মা ইসরাত জানান নাসরিন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ঘাতক মাকে আটক করে। কী কারণে এ হত্যাকাণ্ড মাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
+ There are no comments
Add yours