ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার ৩৬ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে লালমনিরহাট ১৫ বিজিবির সতর্ক অবস্থান ও পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। বিজিবি ও পুলিশের টহল থাকা সত্ত্বেও থামছে না মাদক পাচার ।
২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গত এক বছরে পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধ আইনে ফুলবাড়ী থানায় মোট ১৯১টি মামলা দায়ের করেছে। এক বছরে ফুলবাড়ী থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোট ৩৩৮ কেজি ২২ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬০৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ১৬১ বোতল ফেনসিডিল, ১৮ বোতল মদ ও ২৬৬ বোতল স্কাপ সিরাপ উদ্ধার ও ২২৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, গত এক বছরে মাদক ও চোরাচালানের ওপর ১৯১টি মামলা ও গাঁজা-ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ২২৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। প্রতিদিনেই মাদকের বিরুদ্ধে অভিযান চলছে চলবে
+ There are no comments
Add yours