ডেস্ক নিউজ:
সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। পরে ড. ইউনূস হাইকমিশনে খোলা শোক বইতে শোকবার্তা লেখেন।
ড. ইউনূস হাইকমিশনারের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং তার দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর স্মৃতিচারণ করেন।
‘তিনি (মনমোহন সিং) কতোটা সরল ছিলেন! কতোটা জ্ঞানী ছিলেন’ উল্লেখ করে প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের কথা স্মরণ করেন ড. ইউনূস।
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকারজুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ অর্থনীতিবিদ ড. মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর ৯২ বছর বয়সে নিঃশ্বাস ত্যাগ করেন। বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে সাত দিনের শোক পালন করছে ভারত। এর সঙ্গে মিল রেখে বিভিন্ন দেশের দূতাবাসগুলোতেও চলছে শোক পালন।
+ There are no comments
Add yours