
ডেস্ক নিউজ
রাজধানীতে খ্রিস্টিয় নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ও ফানুস উড়াতে তিন শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানোর সময় আলাদা এই ঘটনাগুলো ঘটে।
দগ্ধরা হলো, ফারহান (৮),তাফসির (৩) সিফান মল্লিক (১২), সেন্টু (৪৫), সম্রাট (২০)।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধ পাঁচ জনের মধ্যে চার জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে শিশু ফারহানকে। তার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।
সূত্র: একাত্তর টেলিভিশন
+ There are no comments
Add yours