
আবদুল হান্নান হীরা (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর ৩৯নং বন্দর টিলা ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী রেইনবো মডেল স্কুলে গতকাল ১লা জানুয়ারী সকাল ১১টায় বিনামূল্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. মোঃ শাহেদ।
এসময় অতিথিদের আরো উপস্থিত ছিলেন মাওলানা কে.এম মাজহারুল হক, ডাঃ এমএম নাসির উদ্দিন, ক্বারী মাওলানা মোঃ আজহারুল ইসলাম, স্কুল প্রধান শিক্ষক মোঃ নুর নবী’র সভাপতিত্বে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষিকা খালেদা বেগম, আইরিন পারভীন শিল্পী, মোঃ ইলিয়াস, ওবায়দুল হক, তানভীরুল, মোঃ ইউনুস আজম, জাকির হোসাইন, শান্তা ইসলাম, সাবিনা ইয়াসমিন, ফাতেমা আক্তার মিতু, আরজু আক্তার সোনিয়া সিকদার।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা ইলিয়াস পবিত্র কোরআন তিলাওয়াত পাঠ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাড শাহেদ তার বক্তব্যে বলেন আজকের শিশুদের পাঠ্য বই শিক্ষার পাশা-পাশি নৈতিক শিক্ষা গ্রহণ করতে শিক্ষক ও অভিভাকদের দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করতে হবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়েছে এর জন্য গত ফ্যাসিস্ট সরকার নীল নকশা করে শিক্ষার্থীদের জীবন ধ্বংসের দিকে ঠেলে দেয়। এই মোবাইল আসক্তি হতে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে সকলকে সচেতন হতে হবে।
+ There are no comments
Add yours