
ইউনুস আলী, কুড়িগ্রামঃ
নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা কল্যানরাষ্ট্র গঠন বিষয়ক মুক্ত আড্ডা ও সহায়ক উপকরণ বিতরন করা হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্ন কুঁড়ি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম বেবু, জামাতে ইসলামী জেলা আমীর আব্দুল মতিন ফারকী, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহা. হুমায়ুন কবির প্রমুখ।
সভাশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ নুর আলমের সন্তানের চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।
+ There are no comments
Add yours