এম আবদুল্লাহ :
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কো- চেয়ারম্যান শায়খিল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। পুরুষের পাশাপাশি নারী তাঁর স্বীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখেই সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছেন। নারীকে তাচ্ছিল্য করার কোন সুযোগ নেই। ইসলামী নির্দেশনা পূর্ণাঙ্গ অনুসৃত হলে নারীর মর্যাদা ও অধিকার সমুন্নত থাকবে বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন- নারীরা কেবলই ঘরের শোভাবর্ধনকারী কিংবা ভোগের বস্তু নয়। ইসলাম নারীকে মর্যাদার সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। নারী হচ্ছে মাতৃত্বের গর্বিত দাবিদার। যে কারণে নারীর পদতলে তাঁর সন্তানের বেহেস্ত নির্ধারণ করে নারীকে সম্মানিত করা হয়েছে। আবার অপরদিকে পিতা ও স্বামী উভয়ের সম্পত্তির অংশীদারত্ব দিয়ে নারীকে করেছে মহীয়ান। ইসলামের বিজ্ঞানসম্মত নির্দেশনা উপেক্ষিত হওয়ার কারণে সমাজে নারীরা অবহেলার স্বীকার হচ্ছে প্রতিনিয়ত। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে নারী নির্যাতন ও সহিংসতা। তাই নারী মুক্তির ক্ষেত্রে ইসলামী বিধিনিষেধ এর পূর্ণাঙ্গ অনুসরণের কোন বিকল্প নেই। সেবাধর্মী সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ এর উদ্যোগে অদ্য ৩ জানুয়ারী ‘২৫ জুমাবার বিকেল ৩টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ২ দিন ব্যাপী পবিত্র দরসুল কোরআন মাহফিলের ১ম দিবসের মহিলা মাহফিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। একেএমবিএর চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান মোফাসসির হিসেবে দরস পেশ করেন- প্রথিতযশা আলেমেদ্বীন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। ২ দিন ব্যাপী মাহফিল এর উদ্বোধন করেন – ছিপাতলী গাউসিয়া মঈনিয়া বহুমূখী কামিল মাদরাসার প্রধান মুফাসসির আল্লামা গাজী শফিউল আলম নিজামী। বিষয় ভিত্তিক দরস পেশ করেন- অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা মোকাররম বারী, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, কাজী মাওলানা শফিউল আজম আলকাদেরী, মাওলানা জানে আলম নিজামী, মাওলানা আবদুল আজিজ রজভী, শায়খ মাওলানা জাহিদ কাদেরী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী। স্বাগত বক্তব্য রাখেন- মাহফিল প্রস্তুতি কমিটির সচিব স ম হামেদ হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, লায়ন মোহাম্মদ রফিক কোম্পানি, আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর, অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দিন তৈয়বী, অধ্যক্ষ কাজী মাওলানা আবদুল হান্নান, ব্যাংকার হাফেজ সালামত উল্লাহ, এস এম আবদুল করিম তারেক, মাস্টার নুরুল আজিম, মাওলানা শহীদুল হক ফারুকী, হাজী আলম রাজু, মাওলানা মোহাম্মদ ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা ওবাইদুল হক তৈয়বী, কফিল উদ্দীন রানা, কাজী আহসানুল আলম, এস এম আবু সাদেক ছিটু,আহমদ রেজা, মোহাম্মদ ইমদাদুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, ২দিন ব্যাপী পবিত্র দরসুল কোরআন মাহফিলের আজ ৪ জানুয়ারী শনিবার ২য় দিবসে সকাল ৯টা থেকে শিশু-কিশোর সমাবেশ এবং বিকেল ২টায় পবিত্র দরসুল কোরআন মাহফিল এর মূল পর্ব অনুষ্ঠিত হবে। অতঃপর রাত ১১ টায় দেশ- জাতির সমৃদ্ধি কামনা করে আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।
+ There are no comments
Add yours