ডেস্ক নিউজ:
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা-বেপজা কর্তৃপক্ষকে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এসময় বেপজার ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন বেপজার নির্বাহী চেয়ারম্যন মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে তুলে ধরলে দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আসতে পারে।
তিনি বলেন, অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি করুন এবং বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরুন। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালর সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, বিশেষ করে যারা চীন ও জাপানে আছেন তাদেরকে যুক্ত করে সেসব দেশের বিনিয়োগ আনা যায় কি-না সেই ব্যাপারে উদ্যোগ নিতে বলেন প্রধান উপদেষ্টা।
+ There are no comments
Add yours