ডেস্ক নিউজ:
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাসের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক।
সোমবার (৬ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাজ্যের একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করবে।
প্রতিবেদনে বলা হয়, নিজের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্তের আহ্বান জানিয়ে ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার অব মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডস লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন টিউলিপ।
চিঠিতে তিনি লিখেছেন, আমি গত কয়েক সপ্তাহ গণমাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছি। সেখানে আমার আর্থিক বিষয় এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে আমার পরিবারের সংযোগের বিষয়গুলো উঠে এসেছে। এর অনেক কিছুই সঠিক নয়। আমি ভুল কিছুই করিনি। তবে সন্দেহ এড়াতে, আমি চাই এই বিষয়গুলো নিয়ে আপনি স্বাধীনভাবে সত্যিটা সামনে আনবেন।
উল্লেখ্য, গত শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়, টিউলিপের মালিকানায় লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে একটি ফ্ল্যাট রয়েছে। যেটি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আবদুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী তাকে উপহার দেন।
এছাড়া সানডে টাইমসের খবরে বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করা আইনজীবী মঈন গনি লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপ সিদ্দিকের বোনকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। সেই সঙ্গে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ফ্ল্যাটে টিউলিপ ও তার পরিবারের বসবাসের কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে।
এদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ, তার মা শেখ রেহানা, তার খালা শেখ হাসিনা ও তার খালার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করেছে।
+ There are no comments
Add yours