বাঁশখালী চাম্বল শ্রী শ্রী হর-পার্বতী মহাশ্মশান” পরিচালনা পরিষদ গঠন।

Estimated read time 1 min read
Ad1

 

মোহাম্মদ আমিনুল ইসলাম:চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী সনাতনী প্রচার ও মানব কল্যাণ পরিষদ, চাম্বল কর্তৃক আয়োজিত চাম্বল সার্বজনীন “শ্রী শ্রী হর-পার্বতী মহাশ্মশান” পরিচালনা পরিষদ গঠনকল্পে উল্লেখিত সংগঠনের উপদেষ্টা ডাঃ প্রবীর শংকর দাস- এর সভাপতিত্বে এক আলোচনা সভা “শ্রী শ্রী হর-পার্বতী মহাশ্মশান” মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত হয় এবং মায়ের পূজা, সমবেত প্রার্থনা ও শীত বস্ত্র বিতরণ করা হয়। উক্ত সভায় অত্র এলাকার উপস্থিত সর্ব জনসাধারনের সম্মতিক্রমে শ্রীযুক্ত অলক তালুকদার -সভাপতি, শ্রীযুক্ত সৈকত দাশ- সাধারন সম্পাদক, শ্রীযুক্ত সুমন মল্লিক-অর্থ সম্পাদক, শ্রীযুক্ত সঞ্জয় দাশ-সাংগঠনিক সম্পাদক এবং শ্রীযুক্ত সঞ্জয় আইচ কে দপ্তর সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অনুষ্টান সঞ্চালনা করেন “চাম্বল শ্রী শ্রী রক্ষাকালী বাড়ী” উন্নয়ন ও পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক পুলক কান্তি দাশ (নারায়ণ) ও শীত বস্ত্র বিতরণ করেন “শ্রী শ্রী মা মগেদশ্বরী সেবাশ্রম (সেবাখোলা) পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক স্বপন দাশ, মায়ের পূজা পরিচালনা করেন রিপন ভট্টাচার্য, সমবেত প্রার্থনা পরিচালনা করেন মধুসূদন দত্ত, সভাপতি, অদ্বৈতানন্দ গীতা সংঘ।

উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন “চাম্বল শ্রী শ্রী রক্ষাকালী বাড়ী” উন্নয়ন ও পরিচালনা পরিষদের সভাপতি মাখন কান্তি দাশ, অর্থ সম্পাদক গুরুপদ দাশ (নিউটন), “চাম্বল সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ” ২০২৫ এর সভাপতি সুজন কান্তি বিশ্বাস, “বিবেকানন্দ হিউমেন সোসাইটি” এর সভাপতি প্রনব কান্তি দাশ, সাবেক অর্থ সম্পাদক আদর্শ কান্তি সরকার, “চাম্বল সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ এবং অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারন। উক্ত সমগ্র অনুষ্টান পরিচালনা করেন উল্লেখিত সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ডাঃ বাবুল কান্তি দাশ (সাবেক ইউপি সদস্য) ও সংগঠনের প্রচার সম্পাদক বিপ্লব কান্তি দাশ প্রমূখ।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours