শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবনতি

Estimated read time 1 min read
Ad1

ডেস্ক নিউজ:

 

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ বিশ্বব্যাপী পাসপোর্টের শক্তিশালী সূচক প্রকাশ করেছে। ২০২৫ সালের সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান গত বছরের তুলনায় অবনতি ঘটেছে। ২০২৪ সালে যেখানে বাংলাদেশের পাসপোর্ট ছিল ৯৭তম স্থানে, ২০২৫ সালে তা নেমে ১০০তম অবস্থানে পৌঁছেছে।

 

বুধবার (৮ জানুয়ারি) হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

‘হেনলি অ্যান্ড পার্টনার্স’ এই সূচক তৈরি করে আন্তর্জাতিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (আইএটিএ) এর তথ্যের ভিত্তিতে, যেখানে একটি দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায় তা গণনা করা হয়।

এ বছর বাংলাদেশের পাসপোর্টের সঙ্গে যৌথভাবে ১০০তম স্থানে রয়েছে লিবিয়া এবং ফিলিস্তিন।বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৪০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। তবে, ইউরোপের কোনো দেশেই বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া ভ্রমণ সম্ভব নয়।

এই সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট রয়েছে মালদ্বীপের (৫৩তম), এরপর ভারতের অবস্থান ৮৫তম, ভুটান ৯০তম এবং শ্রীলঙ্কা ৯৬তম স্থানে।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ১৯৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, যেখানে নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। তৃতীয় স্থানে যৌথভাবে অবস্থান করছে ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, দক্ষিণ কোরিয়া এবং স্পেন।

পাসপোর্ট সূচকের দুর্বলতম অবস্থানে রয়েছে আফগানিস্তান, যেখানে নাগরিকরা মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন।

 

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours