ডেস্ক নিউজ:
‘অস্ত্র রপ্তানি করতে চায় তুরস্ক, নিতে আগ্রহী বাংলাদেশ’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ (৯ জানুয়ারি) বৃহস্পতিবার তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাটের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্কের প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের জন্য খুবই আগ্রহী।
উপদেষ্টা বলেন, তুরস্ক মেশিনারি, অবকাঠামো খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। তারা বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
তিনি আরও বলেন, দুই দেশের মোট জনসংখ্যা প্রায় ২৭ কোটি। আমারা মনে করি দুই দেশের মধ্যকার বাণিজ্যে অনেক সম্ভাবনা রয়েছে।
+ There are no comments
Add yours