ডেস্ক নিউজ:
কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবনে গোলাম রব্বানী টিপু (৫৫) নামে এক সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের হোটেল সি-গালসংলগ্ন সৈকততীরে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী টিপু (৫৫) খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দৌলতপুরের বাসিন্দা মো. গোলাম আকবরের ছেলে। তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, এক মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে ওই ব্যক্তিকে গুলি করে। এ সময় গুলিটি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশে চলে যায়। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানান, তিনি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। খুনের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে নেওয়ার পর পকেট থেকে জাতীয় পরিচয়পত্র দেখে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।
+ There are no comments
Add yours