ক্যাব চট্টগ্রামের সাধারন সম্পাদক ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ ফয়েজ উল্যাহ। আলোচনায় অংশনেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহফুজুল হক শাহ, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সভাপতি ইলিয়াছ ভুইয়া, ন্যাপ কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মৃদুল দাস গুপ্ত, বনফুল গ্রুপের জিএম আনামুল হক, কর্নফুলী বাজার সমিতির সাধারন সম্পাদক আবদুল হক, কামাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খালেদ খান চৌধুরী প্রমুখ।
প্রতিক্রিয়ায় ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন বলেন ক্যাব চট্টগ্রামে ভোক্তা আন্দোলনের একটি প্রতীক। সাধারন মানুষের অধিকার আদায়ের আস্থার একটি ভরসাস্থল। সরকারী-বেসরকারী সকল মহল ক্যাবের আন্দোলনে সক্রিয় সমর্থন প্রদান করছেন। তাই মুজিব বর্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনি কর্তৃক মুজিবকানন সম্মাননা প্রদান সকল ভোক্তাদের আন্দোলনকে সরকারের এশটি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের আনুষ্ঠানিক স্বীকৃতি।
সকল ভোক্তাদের পক্ষ থেকে আমরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহীনিসহ সংস্লিষ্ঠ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ক্যাব চট্টগ্রাম যদি সাধারন মানুষের অধিকার আদায়ে কিছু অর্জন করে থাকেন তার পুরো কৃতিত্ব কিন্তু অগনিত ক্যাব সদস্য/সদস্যা ও শুভানুধ্যায়ীদের। সকলের সক্রিয় সহযোগিতা ও সমর্থনের জন্য ক্যাব চট্টগ্রামে একটি সমাজ পরিবর্তনের আন্দোলনে সফল নেতৃত্ব প্রদান করতে সমর্থ হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
+ There are no comments
Add yours