বাংলাদেশ আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ: ভারতীয় সেনাপ্রধান

Estimated read time 1 min read
Ad1

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ আমাদের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তুব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি আরও বলেন, আমরা প্রতিবেশী। আমাদের একইসঙ্গে থাকতে হবে। আর এটাও বুঝতে হবে যে, কোন রকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনো পক্ষের জন্যই ভালো হবে না।

 

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ১৩ জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো রকম বিরূপ পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

ভারতীয় সেনাপ্রধান জানান, বাংলাদেশে যখন রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল, তখন সেখানকার সেনাপ্রধানের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কথা হয়েছিল। সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে যে সমন্বয় ছিল, সেটা সেরকমই আছে। একমাত্র যে যৌথ মহড়া হত, সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া হবে।

দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত তাদের সাথে আমাদের সম্পর্ক ভাল এবং ঠিকঠাক আছে।

 

সূত্র: চ্যানেল আই

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours