তারুণ্যনির্ভর সংগঠন ‘তাজকিয়া’র‘ যুগ জিজ্ঞাসা’র আসর অনুষ্ঠিত

Estimated read time 1 min read
Ad1

ডেস্ক নিউজ:

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক ও পরিপূর্ণ রূপকার গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ১১৯তম ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন আত্মোন্নয়নমূলক তারুণ্যনির্ভর সংগঠন ‘তাজকিয়া’ কর্তৃক পূর্ব ধারাবাহিকতায় আয়োজিত “যুগ জিজ্ঞাসার আসর-‘২৫” গত ১২ জানুয়ারি রবিবার “বাঙালি মানস-সংস্কৃতি ও মাইজভাণ্ডারী ত্বরিকা” প্রতিপাদ্য বিষয়ে এসজেডএইচএম ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী মোহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা জজ কোর্টের আইনজীবী ও মাইজভাণ্ডারী একাডেমির সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ মুহাম্মদ ইকবাল এবং আলোচনা করেন ঢাকাস্থ শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজামউদ্দিন জামি। এরপর স্বতঃস্ফূর্তভাবে অনুভূতি প্রকাশ ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন উপস্থিত তাজকিয়ানরা। আলোচনায় উঠে আসে, “ইসলামের বৈশ্বিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্ব সংকট নিরসন করত বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে এ ত্বরিকার দর্শন। এরই অংশ হিসেবে পবিত্র কোরআন-সুন্নাহর দৃষ্টিভঙ্গির আলোকে এদেশের আঞ্চলিক মানস-সংস্কৃতি বিবেচনায় রেখে বহু ধর্ম-বর্ণ-জাতি ঘেঁষা এ জাতিকে পারস্পরিক সহমর্মিতা-সামাজিকতা-শান্তিপূর্ণ মনোভাব পোষণ ও বাস্তবায়ন করার মাধ্যমে বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার দর্শন বাতলে দেয় এ ত্বরিকা। গোড়া থেকেই এদেশের ভাষা, সংস্কৃতি, স্বাধীনতা রক্ষায় এ ত্বরিকার অবদান অত্যুজ্জ্বল ও দৃষ্টান্ততুল্য।”
পরিশেষে তাজকিয়ার কেন্দ্রীয় সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ’র সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours