আটক বাংলাদেশিকে ২২ ঘণ্টা পর ফেরত দিলো বিএসএফ

Estimated read time 1 min read
Ad1

 

ডেস্ক নিউজ:

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে আটকের ২২ ঘণ্টা পর বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শেখ আলীমুর রহমান নামের ওই যুবককে ফেরত দেওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ জানান।

বিজিবি জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে আলীমুর রহমান ভারতের ৩০০ গজ ভেতরে বড়বিল্লা এলাকায় প্রবেশ করেন।

এ সময় বিএসএফের ১৫২ বড়বিল্লা ক্যাম্পের টহল দল তাকে দেখে আটক করে। পরে তাকে বিএসএফের ক্যাম্পে নেওয়া হয়। এরপর আলীমুরকে গোয়ালপুকুর থানায় হস্তান্তর করে বিএসএফ।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে বেউরঝাড়ি সীমান্তের শূন্যরেখার ঠাকুরগাঁও-৫০ বিজিবি এবং ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, পতাকা বৈঠকে আলোচনার মাধ্যমে আলীমুরকে ফেরত দেয় বিএসএফ। বিজিবির নিরলস প্রচেষ্টা ও তৎপরতার কারণেই তাকে ফেরত পাওয়া গেছে।

 

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours