
আওয়ামী লীগের বাজেট কন্টিনিউ করতে গিয়ে বিপদে পড়ছে সরকার: খসরু
ডেস্ক নিউজ:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পতিত আওয়ামী লীগের বাজেটকে কন্টিনিউ (চালু রাখতে) করতে গিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার বিপদে পড়ছে।
তিনি বলেন, লুটপাটের বাজেটকে বাস্তবায়ন করার প্রেক্ষাপট কিন্তু এখন বাংলাদেশে নেই। অন্তর্বর্তী সরকারের একটি অন্তর্বর্তীকালীন বাজেট এড্রেস (সঠিকভাবে তুলে ধরা) করার সুযোগ ছিল। সেটা না করে সেই লুটপাটের বাজেটকে বাস্তবায়ন করা এখন খুব কঠিন একটা কাজ।
শনিবার (১৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আমীর খসরু বলেন, ঘাটতি মেটাতে এনবিআর এর শুল্ক বা ভ্যাট বাড়ানো ছাড়া কোনো কাজ নেই। সরকারের এই সহজ প্রক্রিয়ায় না গিয়ে অলটারনেটিভ প্রক্রিয়া নেওয়া দরকার ছিল। দেশের মানুষ এখন খুব কষ্টে আছে, দৈনন্দিন দুবেলা খেতেও কষ্ট হচ্ছে তাদের। মানুষের ক্রয়ক্ষমতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এতে আরও কর আরোপ করলে দেশের মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে, তাদের উচিত ছিল অন্তবর্তীকালীন একটি বাজেট দেওয়া। পতিত সরকারের লুটপাটের বাজেট থেকে সরে এসে বর্তমান ক্রাইসিস সময় নিয়ে এ সরকারকে চিন্তা করতে হবে।
সূত্র: ইত্তেফাক
+ There are no comments
Add yours