মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘আলোর পথে’র বিশেষ মহিলা মাহফিল সম্পন্ন

Estimated read time 1 min read
Ad1

 

মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘আলোর পথে’র বিশেষ মহিলা মাহফিল সম্পন্ন

 

প্রেস বিজ্ঞপ্তি:

‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় ১৬ জানুয়ারি ‘মহান ১০ মাঘ হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র ১১৯-তম উরস শরিফ উপলক্ষে এস জেড এইচ এম ট্রাস্ট আয়োজিত ১০ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে “বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে মাইজভাণ্ডারী দর্শন” শীর্ষক মহিলা মাহফিল ‘ডিউ উদয়ন’ ভবনস্থ ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

নুসরাত ফাতেমা জেন্সির তত্ত্বাবধানে উম্মে আল আসফিয়া এবং তাসমিয়া তাবাসসুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন মাইজভাণ্ডারী একাডেমির সদস্য মওলানা মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

 

তিনি তার আলোচনায় বলেন, যুগ যুগ ধরে আমাদের সমাজে প্রতিটি ক্ষেত্রে বৈষম্য ঘটে যাচ্ছে, যার ফলে সমাজে একটি অসুস্থ প্রতিযোগিতা চলমান। মাইজভাণ্ডারী দর্শনে এই বৈষম্যকে ধন, ধর্ম ও বিচার তিনটি ক্ষেত্রে ভাগ করে এর যথাযথ সমাধান দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, সমাজকে বৈষম্যমুক্ত করার নামে যেন অন্য কোনো প্রকার বিভেদ সৃষ্টি না হয়। রাসূল (দ.) ও তাঁর সাহাবায়ে কেরামের আদর্শ এবং হুজুর গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)’র নির্দেশিত পথ অনুসরণ করে আমরা সর্বক্ষেত্রে বৈষম্যমুক্ত সমাজ গঠন করতে পারি।

মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসূল (দ.) পরিবেশন করেন রাজিয়া সুলতানা পপি এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন উম্মে সায়মা সাদিয়া। আলোর পথের কার্যক্রম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন আলোর পথের সমন্বয়ক শাহিনা আখতার।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours