কুড়িগ্রামে আওয়ামী লীগ নেত্রী ও ইউপি চেয়ারম্যান আটক
ডেস্ক নিউজ:
ইউনুস আলী,কুড়িগ্রামঃ কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলন রত ছাত্রদের তুলে নিয়ে মারধর ও নাশকতার মামলায় আওয়ামী লীগ নেত্রী মতি শিউলী ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে আটক করেছে পুলিশ। আটক মতি শিউলী জেলা আওয়ামী লীগের সদস্য, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।
আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ গেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ।
এ দিকে নাশকতার মামলায় রাজারহাট উপজেলার চাকিরপশা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম (৩৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুুয়ারি) দুপুরে রাজারহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ছাত্রলাীগের সাবেক সভাপতি ছিলেন। আটক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম পীরমামুদ গ্রামের ওসমান আলীর ছেলে।
রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
+ There are no comments
Add yours