ডেস্ক নিউজ:
ইউনুস আলী, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আব্দুস সাত্তার মুহুরী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত ওই ব্যক্তি ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকার বাসিন্দা। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মহুরি ছিলেন।
আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের চরাইখাল ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশায় ঢাকা থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিল দূরপাল্লার বাস পিংকি-বাচ্চু। এ সময় ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম জর্জকোর্ট যাচ্ছিলেন মহুরি আব্দুস সাত্তার। চরাইখাল ব্রিজের পাশে পৌঁছলে দ্রুত গতির বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা তিনি।
নাগেশ্বরী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলমান।
+ There are no comments
Add yours