সাতকানিয়ায় টপসয়েল কাটার দায়ে একজনকে অর্থদন্ড।
মোঃ ফরিদ উদ্দিন, সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি।
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে মো: শেফায়েত হোসেন (২১) নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (০৩ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।
দন্ডিত মো: শেফায়েত হোসেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে।
ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বিকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রসুলাবাদ পাটানিপুল এলাকার SBL ব্রিক ফিল্ডে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এস্কেভেটর দিয়ে মাটি কর্তনকালে মো: শেফায়েত হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং তা আদায় করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবেনা মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, মাটিখেকোদের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
+ There are no comments
Add yours